এজাহার কাকে বলে ? এতে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে? এবং এজাহারের কি কি ত্রুটি থাকে আলোচনা কর।

picture

এজাহার : কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিক বা লিখিতভাবে পৌছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বিবরণটি নির্ধারিত  (বি.পি  ফরম নং-27, বাংলাদেশ ফরম নং-5365) রেজিষ্টারের লিপিবদ্ধ কনেন। তাকে এজাহার বা F. I. R বলে। 
[ফৌ:কা:বি-154 ধারা ও পি.আর.বি-243 (গ)]

একটি এজাহারের নিম্ন বর্ণিত বিষয় গুলো উল্লেখ থাকতে হবে।
  1. আমলযোগ্য অপরাধের সংবাদ থাকতে হবে।
  2. এজাহারের সংবাদটি বা অভিযোগটি অবশ্যই লিখিত হতে হবে।
  3. এজাহারের বাদী বা সংবাদাতার স্বাক্ষরবা টিপসই  অবশ্যই থাকতে হবে।
  4. বাদী বা সংবাদাতার নাম ও ঠিকানা অবশ্যই থাকতে হবে।
  5. ঘটনার তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে।
  6. ঘটনাস্থল নাম উল্লেখ থাকতে হবে।
  7. ধারাসহ অভিযোগ এবং লুন্ঠিত মালামালের সংক্ষিপ্ত বিবরণসহ মূল্য উল্লেখ থাকতে হবে।
  8. এজাহারে আসামীর নাম, পূণ্য ঠিকানা ও বয়স উল্লেখ থাকতে হবে।
  9. এজাহারের মাসিক ও বাৎসরিক ক্রমিক নং উল্লেখ থাকতে হবে।
  10. মালমার রুজু তারিখ ও সময় অবশ্যই উল্লেখ থাকতে হবে।
  11. এজাহার বিলম্বে দায়ের করলে তার কারণ উল্লেখ থাকতে হবে।
এজাহার রেকর্ডকারী থানার ভারপ্রাপ্ত অফিসারের স্বাক্ষর ও সিলমোহর থাকতে হবে।
এজাহরের যেসব ক্রটি থাকে তা নিম্মরুপঃ-
  1. অসর্তক জিজ্ঞাসাবাদ হেতু প্রাসঙ্গিক বিষয় বাদ পড়া।
  2. পরস্পর বিরোধ কথা লিপিবদ্ধ করা।
  3. অভিযুক্তের বর্ণনা এবং শনাক্তকরণ টিহ্ন বাদ পড়া।
  4. সাক্ষীদের অবস্থান ভিকটিম এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম বাদ পড়া।
  5. চৌরাই মালের মূল্য বা ক্ষতির মূল্য উল্লেখ না করা।
  6. চোরাই মালের শনাক্তকরণ চিহ্ন উল্লেখ না করা।
  7. অপরাধী পূর্ববর্তী বা পরবর্তী আচরণ উল্লেখ না করা।
  8. এজাহারের দায়েরের বিলম্ব কারণ উল্লেখ না করা।
  9. অপরাধস্থরে ফেলে যাওয়া বস্তুগত সাক্ষ্য সর্ম্পকে উল্লেখ না করা।
  10. মূল ঘটনার বিষয়ে সুনিদির্ষ্টভাবে বণর্ণা না থাকা।
  11. ফৌ:কা:বি-154 ধারা ও পি.আর.বি-243 অনুসারে এজাহার লিখা না হলে।

No comments

Powered by Blogger.