অসাদাচরণ বলতে কি বৃঝায় ? কর্তব্য সম্পাদনকালে কোন কোন কার্যক্রম অসদাচরণের পর্যায়ে অর্ন্তভুক্ত হবে আলোচনা কর।


অসাদাচরণ: অসাদাচরণ কথাাটির প্রাথমিক অর্থ হচ্ছে-অফিসের কাজে কর্মচারী অদক্ষ ব্যবস্থাপনা এবং কৃকর্ম বা চরম অবহেলা।
(এআই আর ১৯৩২ (অল) ৩২)
      অবাধ্যতার অসাদারনের শামিল। [৩৪ ডি.এল.আর.(আঃবিঃ)২৮৫]
 অসাদাচরণ অবহেলার চেয়েও গুরুত্বর অপরাধ। ইহা হচ্ছে অপরাধী কর্তৃক কৃত কিছু কাজ যা অপরাাধ বলে অবহিত এবং তিনি ইহা বেপরোয়া ও হঠকারীতাবশতঃফলাফল সর্ম্পকে কিছু চিন্তা না করে সম্পূর্ন করেন। 

No comments

Powered by Blogger.