সমন ও ওয়ারেন্ট কি? ওয়ারেন্ট কত ধরনের হতে পারে?


সমনঃ কোনো মামলার বাদী ,সাক্ষী বা আসামীকে একটি নির্ধারিত দিন ও তারিখে কোর্টে বা কোনো স্থানে উপস্থিত হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর অঙ্কিত যে আদেশ নামা লিখিত ভাবে ২কপিতে ইস্যু করা হয় তাকে সমন বলে। 

ফৌ:কা:বি: আইনের ৬৮(১) ধারা।  পিআরবি ৪৭১ (ঘ) বিধি।

ওয়ারেন্ট ঃ কোনো ব্যাক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ব্যাক্তির নাম ঠিকানা সহ মামলার নাম্বার ও অপরাধের ধাারা ও তামিলকারী অফিসারের নাম ও পদবী উল্লেখ করো নির্ধারিত ফরমের এক কপিতে বিচারক কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর যুক্ত আদেশ নামাকে গ্রেফতারী ওয়ারেন্ট বা পরোয়ানা বলে। 
ফৌঃকাঃ আইনের৭৫ ধারা, পি আর বি ৩১৫,৪৬৮ বিধি।

ওয়ারেন্টের প্রকারভেদ ঃ ওয়ারেন্ট কত প্রকার ও কি কি তা নিচে দেয়া হলঃ-
  1. গ্রেফতারী পরোয়ানা ওয়ারেন্ট
  2. তল্লাশী ওয়ারেন্ট
  3. জরিমানা আদায়ের ওয়ারেন্ট
  4. ক্রোকী  ওয়ারেন্ট
  5. জেল ওয়ারেন্ট
  6. মুক্তিপ্রাপ্ত ওয়ারেন্ট
  7. রেলওয়ে ভ্রমণ ওয়ানরন্ট
  8. সংযুক্তকরণ ওয়ারেন্ট
  9. পরিচয়পত্র ওয়ারেন্ট 
  10. মামলা অনুসারে ওয়ারেন্ট আবার দুই প্রকার -(ক) জিআর মামলার ওয়ারেন্ট (খ) সিআর মামলার ওয়ারেন্ট।

No comments

Powered by Blogger.