সমন ও ওয়ারেন্ট কি? ওয়ারেন্ট কত ধরনের হতে পারে?
সমনঃ কোনো মামলার বাদী ,সাক্ষী বা আসামীকে একটি নির্ধারিত দিন ও তারিখে কোর্টে বা কোনো স্থানে উপস্থিত হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর অঙ্কিত যে আদেশ নামা লিখিত ভাবে ২কপিতে ইস্যু করা হয় তাকে সমন বলে।
ফৌ:কা:বি: আইনের ৬৮(১) ধারা। পিআরবি ৪৭১ (ঘ) বিধি।
ওয়ারেন্ট ঃ কোনো ব্যাক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ব্যাক্তির নাম ঠিকানা সহ মামলার নাম্বার ও অপরাধের ধাারা ও তামিলকারী অফিসারের নাম ও পদবী উল্লেখ করো নির্ধারিত ফরমের এক কপিতে বিচারক কর্তৃক স্বাক্ষরিত সিলমোহর যুক্ত আদেশ নামাকে গ্রেফতারী ওয়ারেন্ট বা পরোয়ানা বলে।
ফৌঃকাঃ আইনের৭৫ ধারা, পি আর বি ৩১৫,৪৬৮ বিধি।
ওয়ারেন্টের প্রকারভেদ ঃ ওয়ারেন্ট কত প্রকার ও কি কি তা নিচে দেয়া হলঃ-
- গ্রেফতারী পরোয়ানা ওয়ারেন্ট
- তল্লাশী ওয়ারেন্ট
- জরিমানা আদায়ের ওয়ারেন্ট
- ক্রোকী ওয়ারেন্ট
- জেল ওয়ারেন্ট
- মুক্তিপ্রাপ্ত ওয়ারেন্ট
- রেলওয়ে ভ্রমণ ওয়ানরন্ট
- সংযুক্তকরণ ওয়ারেন্ট
- পরিচয়পত্র ওয়ারেন্ট
- মামলা অনুসারে ওয়ারেন্ট আবার দুই প্রকার -(ক) জিআর মামলার ওয়ারেন্ট (খ) সিআর মামলার ওয়ারেন্ট।
No comments