অত্নরক্ষা ব্যক্তিগত অধিকার বলতে কি বুুঝায় ? আত্নরক্ষা ব্যক্তিগত অধিকারকালে কাউকে মৃত্য পর্যন্ত ঘটানো যায় কি ?
উত্তর : নিজের জানমাল, অপরের জানমাল ও সরকারী সম্পত্তি রক্ষার ক্ষেত্রে দন্ডবিধি আইনের ৯৯ ধারার নিয়ন্ত্রণসমূহ স াপেক্ষে আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগ করা হয় তাকেই আত্নরক্ষা ব্যক্তিগত অধিকার বলে। আত্নরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত েকোনো কাজই অপরাধ নয়।
দন্ড বিধি আইনের ৯৬,৯৭ ধারা।
দন্ডবিধি আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে দন্ডবিধির আইনের ১০০ ধারায় নিন্মবর্ণিত পরিস্থিতিতে আক্রমণকারী মৃত্যু ঘটানো যাবে।
প্রথম ঃ এমন আঘাত বা আক্রমণ যা প্রতিহত না করলে মৃত্যু অনিবার্য।
দিত্বীয়ত ঃ এমন আঘাত বা আক্রমণ যা প্রতিহত না করলে শুরুতর আহত হওয়া অনিবার্য
তৃতীয়ত ঃ ধর্ষনের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ।
চতুর্থত ঃ স্বাভাবিক কামনা চরিতার্থ করবার উদ্দেশ্যে আঘাত বা হামলা।
পঞ্চমত ঃ শিশু আপহরণ বা ব্যাক্তি হরণের উদ্দেশ্যে হামলা বা আঘাত।
ষষ্ঠত ঃ কোনো ব্যাক্তিকে অন্যায়ভাবে বা বে-আইনীভাবে আটক করার উদ্দেশ্যে এমন
পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে উক্ত ব্যাক্তির মনে এরুপ আশষ্কা সৃষ্টি হয় যে, সে মুক্তির জন্য সরকারী কর্তৃপক্ষের আশ্রয় নিতে সমর্থ হবে না । উপরোক্থ কার্যাবলী দেহরক্ষর ক্ষেত্রে প্রয়োগ কেরতে হবে।
পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে উক্ত ব্যাক্তির মনে এরুপ আশষ্কা সৃষ্টি হয় যে, সে মুক্তির জন্য সরকারী কর্তৃপক্ষের আশ্রয় নিতে সমর্থ হবে না । উপরোক্থ কার্যাবলী দেহরক্ষর ক্ষেত্রে প্রয়োগ কেরতে হবে।
দন্ডবিধির আইনের ১০৩ ধারা মোতাবেক সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্নরক্ষার ব্যাক্তিগত অধিকার প্রয়োগ করে কারো মৃত্যু ঘটানো অপরাধ নয়।
প্রথমত ঃ দস্যুতা
দিত্বীয়ত ঃ রাত্রিকালীন বেআইনীভাবে গৃহে প্রবেশ।
তৃতীয়ত ঃ কোনো গৃহ, তাবুঁ বা যানবাহনের অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন। যদি গৃহ, তাবুঁ বা যানবাহনটি মানুয়ের বাসস্থান হিসেবে কিংবা সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার করে।
No comments