চুরি
চুরি ঃ যদি কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির ধখল হতে কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে অসাধুভাবে এক স্থান হতে অন্য স্থানে সরায় বা স্থানান্তর করে তাকে চুরি বলে।
চুরি উপাদান ঃ
- চুরির সম্পত্তিটি অস্থাবর হতে হবে।
- চুরিতে অসাধু অভিপ্রায় থাকতে হবে।
- মালিকের সম্মতি ব্যতিরেকে কার্য সম্পাদন।
- অস্থাবর সম্পত্তি স্থানান্তর করতে হবে।
দঃবি আইনের-৩৭৮ ধারা।
No comments