চোরাইমাল ঃ যে সম্পত্তি চুরি, দস্যুতা ডাকাতির মাধ্যমে লুন্ঠিত হয়েছে বা প্রতারণা বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে মালিকের নিকট থেকে হস্তান্তরিত হয়েছে বা কেহ আত্নসাৎ করিয়াছে এরুপ সম্পত্তিকে চোরাইমাল বলে। দঃবিঃ আইনের-৪১০ ধারা।
No comments