চার্জশিট
চার্জশিট ঃ থানার ওসি বা অন্য কোনো ক্ষমতাবান তদন্তকারী অফিসার মামলা তদন্ত শেষে যখন জানতে পারেন মামলার উল্লেখিত অপরাধটি সত্য তিনি বি. পি ফরম নং-৩৯ এ অভিযুক্ত আসামিদের প্রকাশ্য আদালতে বিচারের জন্য এবং অভিযুক্ত নয় এমন আসামিদের অব্যাহতি প্রদানের জন্য বিবরণ দিয়ে ম্যাজিস্ট্রেট এর নিকট যে রিপোর্ট পেশ করেন তাকেই চার্জশিট বলে।
[ফৌঃকাঃ আইনের ১৭৩ ধারা, পিআরবি-২৭২ বিধি মোতাবেক।]
No comments