সুতরহাল রিপোর্ট


সুরতহাল রিপোর্ট ঃ কোনো ব্যক্তি আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে বা আত্নহত্যা করলে বা খুন হলে কিংবা দুর্ঘটনায় মারা গেলে পুলিশ অফিসার  অথবা ম্যাজিস্ট্রেট মৃত দেহের বর্ণনা উল্লেখপূর্বক যে রিপোর্ট তৈরি করেন তাকে সুরতহাল রিপোর্ট বলে 

[ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৪ ধারা, পিআরবি-২৯৯ বিধি।]

No comments

Powered by Blogger.