চুড়ান্ত রির্পোট কাকে বলে ? চুড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কী কী ব্যাখ্যা করুন।
চুড়ান্ত রিপোর্ট ঃ এজাহরের বর্ণিত ঘটনা তদন্তের পর সঠিক বলে প্রতীয়মান না হলে এবং অপরাধমূলক ঘটনা ঘটলেও এর কোনাে সাক্ষী প্রমাণ পাওয়া না গেলে এই ক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসার পি, আর ,বি-২৭৫ বিধি এবং বিপি ফরম নং-৪২ অনুসারে আদালতে আসামিদেরকে অব্যাহতি দেয়ার জন্য যে রিপোর্ট পেশ করেন তাকে চূড়ান্ত রিপোর্ট বলে।
ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩(৩ক) ধারা। পিআরবি-২৭৫ বিধি।
চূড়ান্ত রিপোর্ট প্রধানত ০৫ প্রকার। যথা ঃ-
(1) চূড়ান্ত প্রতিবেদন সত্য, (2) চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা,
(3) চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভূল, (৪) চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভূল,
(৫) চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য।
- চূড়ান্ত প্রতিবেদন সত্যঃ (Final Report as True-(FRT) এজাহারের বর্ণিত সত্য কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ নেই, এমতাবস্থায় তদনর্তকারী কর্মকর্তার প্রতিবেদন হলে FRT.
- চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা ঃ (Final Report as Internationally False-(FRIF) ঘটনা মিথ্যা এবং হয়রানিমূলক, এমতাবস্থায় তদন্তকারী কর্মকর্তার চূড়ান্ত প্রতিবেদন হলো (FRIF)।
- চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভূল ঃ (Final Report as Mistake of Fact-(FRMF) তদন্তে প্রাপ্ত ঘটনা বকে প্রকার এবং এজাহারের বর্ণিত ঘটনা অন্য প্রকার, এমতাবস্থায় চূড়ান্ত প্রতিবেদন হলো (FRMF)।
- চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভূল (Final Report as Mistake of Low-(FRML), যে আইনে এজাহার করা হয়েছে সে আইনে নয় অন্য আইনের মামলা চলবে এমতাবস্থায় তদন্তকারী কর্ম কর্তার প্রদত্ত চূড়ান্ত প্রতিবেদন (FRML)।
- চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য (Final Report as Non Congnizable-(FRN-Cog), এজাহারে বর্ণিত ঘটনা আংশিক প্রমাণিত হলে এবং তা এফ.আই.আর প্রসিকিউটর রিপোর্ট আদালতে দাখিল করবেন। এটি হলো-(FRN-Cog)
ফৌঃকাঃ আইনের ১৭৩(৩ক) ধারা। পিআরবি-২৭৫ বিধি।
চূড়ান্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে কোনো আমলযোগ্য অপরাধের মামলার সকল আসামিকে মামলার দায় হতে অব্যাহতি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে।
No comments