গ্রেফতার কাকে বলে ? গ্রেফতারের নিয়মাবলী বর্ণনা করুন।

গ্রেফতারের সরঞ্জাম (হ্যান্ড কাপ)।

গ্রেফতার ঃ যুক্তিসঙ্গত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগভাবে কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে নিজ হেফাজতে বা সরকারী হেফাততে নেওয়াকে গ্রেফতার বলে।
 [ফৌঃকাঃ আইনের ৪৬ ধারা, পিআরবি-৩১৬ বিধি]


গ্রেফতার নিয়মাবলী ঃ
  1. ফৌজদারি কার্যবিধি আইনের ১০৩(২) উপধারা পিআরবি ২৮০ বিধি অনুসরণ করে তল্লাশিকৃত স্থানের মালিক বা দখলদার বা প্রতিনিধি এবং সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে।
  2. ফৌজদারি কার্যবিধি আইনের ১০৩(২) মোতাবেক তল্লাশিকৃত স্থানের প্রবেশের অনুমতি না পেলে বা প্রবেশ করতে না পারলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৮ ধারা বিধান মতে দরজা, জানালা ভেঙ্গে তল্লাশি কার্যতক্রম পরিচালনা করতে হবে।
  3. কার্যবিধি আইনের ৪৬(১) উপধারা -যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। সে কথা বা কার্য দ্বারা গ্রেফতার মেনে না নিলে তার দেহ স্পর্শ করে গ্রেফতার কার্যক্রম করতে হবে।
  4. কার্যবিধি আইনের ৪৬(২) উপধারা-কোনো অপরাধী গ্রেফতারের কালে সে যদি বাধা দেয় অথবা গ্রেফতার এড়াতে চেষ্টা করলে পুলিশ অফিসার গ্রেফতার কার্যকর করা প্রযোজনীয় পদক্ষেপ নিবেন।
  5. কার্যবিধি আইনের ৪৬(৩) উপধারা-অভিযুক্ত ব্যক্তি মৃত্যুদন্ডে দন্দনীয় অথবা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ করেনি এমন কোরো ব্যক্তিকে মৃত্যু ঘটানো যাবে না।
  6. কার্যবিধি আইনের ৪৭ ধারা-আসামী যদি কোনো স্থানে বা গৃহে পালিয়ে থাকে সে ক্ষেত্রেপুলিশ অফিসার গৃহের বা স্থানের বা স্থনের মালিককে ঘরের দরজা খুলে দেয়ার জন্য অনুরোধ জানাবেন। উক্ত অনুরোধে গৃহকর্তা দরজা খুলে ‍দিলে পুলিশ গ্রেফতার কার্যক্রম করবেন।
  7. কার্যবিধি আইনের ৪৮ ধারা-গৃহের মালিককে অনুরোধ করার পর যদি গৃহের মালিক দরজা খুলে না দেন সে ক্ষেত্রে পুলিশ অফিসার দরজা জানালা ভেঙ্গে গৃহে প্রবশ করে গ্রেফতার কার্যকর করবেন। [কাঃবি আইনের ১০২(২) উপধারা]
  8. কার্যবিধি আইনের ৪৯-ধারা ক্ষমতা প্রাপ্ত পুলিশ অফিসার গ্রেফতার কার্যকর করতে গিয়ে গৃহে আটকা পড়লে সেই ক্ষেত্রে উক্ত গৃহের দরজা জানালা ভেঙ্গে বের হতে পারবেন।
  9. কার্যবিধি আইনের ৫০ ধারা-আসামি পলায়ন রোধর জন্য যতটুকু ক্ষমতা ব্যবহারের প্রয়োজন ঠিক ততটুকুই ক্ষমত ব্যবহার করা যাবে। অতিরিক্ত ব্যবহার করা যাবে না।
  10. কার্যবিধি আইনের ৫১ ধারা-গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার দেহ তল্লাশি করে পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য যে সব জিনিস পাওয়া যাবে তার একটি তালিকা করে তা নিজ হেফাজতে রাখবেন। পরবর্তীতে কোর্টে ম্যাজিস্ট্রেটের নিকট তা পাঠাতে হবে । [পিআরবি-৩২২ বিধি]
  11. কার্যবিধি আইনের ৫২ ধারা-কোনো স্ত্রীলোকের দেহ তল্লাশির প্রযোজন হলে পুলিশ অফিসার অপর একজন স্ত্রীলোক দ্বারা তল্লাশি করাবেন।
  12. কার্যবিধি আইনের ৫২ ধারা-এই কার্যবিধি অনুসারে গ্রেফতারকৃত কোনো অপরাধীর নিকট কেনো অস্ত্র থাকলে পুলিশ অফিসার তা নিতে পারবেন। উদ্বারকৃত অস্ত্র জব্দ তালিকা মতে জব্দ করে হেফাজতে নিবেন এবং ম্যাজিস্ট্রেট নিকট তা কোর্টে প্রেরণ করবেন।

No comments

Powered by Blogger.