CDMS কী ? মামলা তদন্তে CDMS এর ব্যবহার ও প্রয়োজনীয়তা আলোচনা করুন।


CDMSঃ
CDMS এর অর্থC হলো -Crime data management system. এতে বাংলাদেশ পুলিশের নিকট অপরাধ সর্ম্পকিত এবং অপরাধের তথ্যাবলি সংরক্ষণ থাকে। সমগ্র বাংলাদেশের সকল থানার মামলার নম্বর তারিখ. সময়, ঘটনারস্থলের নাম আসামির নাম., পিতার নাম এবং ফরওয়াডিং চালান যাবতীয় সর্ম্পকিত তথ্যাবলী ইহাতে সংরক্ষিত থাকে। সিডিএমএস একটি আধুনিক ভিসিএনবি।
মামলা তদন্তে CDMS এর ব্যবহার ও প্রয়োজনীয়তা ঃ
বর্তমানে তথ্য ও প্রযুক্তির যুগে বাংলাদেশ পুলিশ দেশে সংঘটিত অপরাধ সংশ্লিষ্ট অপরাধী, সাজাপ্রাপ্ত ব্যক্তি, পলাতক আসামী, পেশাগত অপরাধী ও অপরাধের সহায়তাকারীদের সম্পর্কে তথ্য রেকর্ড করার জন্য একটি গ্রহনযোগ্য নতুন পদ্ধতি যার নাম CDMS।
CDMS-এর পদ্ধতির মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তিকে সহহেই শনাক্ত করে তাকে গ্রেফতার করা সম্ভব। বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স ঢাকায় এর মূল সাভার্র স্থাপন করা হয়েছে। দেশের প্রতিটি থানায় রুজুকৃত মামলার সকল তথ্য উক্ত সার্ভারে প্রেরণ করা হয়। মামলা তদন্তকারী অফিসার মামলা তদন্ত কালে অপরাধের তথ্যাবলী সংগ্রহ করতে পারে। সমগ্র বাংলাদেশের সমগ্র থানার নম্বর, তারিখ, সময় ঘটনারস্থলের নাম, আসামীর নাম, পিতার নাম ঠিকানা এবংফরওয়াডিং চালান যাবতীয় অপরাধ সর্ম্পকিত তথ্যাবলী ইহাতে সংরক্ষিত থাকে। মামলা তদন্তে CDMS এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম।


 [পিআরবি-৩৯১,২৫৬],
তথ্য প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধন ২০১৩ এর ২ (১১)] ধারা।

1 comment:

Powered by Blogger.