ধর্তব্য অপরাধ ও অধর্তব্য অপরাধ বলতে কি বুঝায় ? ফৌজদারি কার্যবিধি আইন ১৮৯৮ অনুযায়ী অধর্তব্য অপরাধেরতদন্ত প্রক্রিয়া আলোচনা কর।
ধর্তব্য অপরাধঃ
যে অপরাধের জন্য ফৌঃকাঃ আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোনো আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে ধর্তব্য অপরাধ বলে।
ফৌঃকাঃ আইনের ৪(চ) ধারা।
অধর্তব্য অপরাধ ঃ
যে অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোনো আইন অনুসারে পুলিশ পরোয়ানা ব্যতীত গ্রেফতার করতে পারে না তাকে অধর্তব্য অপরাধ বলে।
ফৌঃকাঃ আইনের ৪(ঢ) ধারা।
১৮৯৮ সালের অনুযায়ী অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া আলোচনা ঃ-
ধারা -১৮৯৮ সালের ফৌঃকাঃ আইনের ১৫৫, প্রবিধান-২৫৪/২৬৮, বিপি ফরম নং-৩৫, বাংলাদেশ ফরম নং-৫৩৫৮।
অধর্তব্য অপরাধের তদন্ত প্রক্রিয়া ঃ
- অধর্তব্য অপরাধ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসলে সাধারণ ডায়েরী করতে হবে। [ফৌঃকাঃ আইনের ১৫৪,১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি ৩৭৭ বিধি মোতাবেক]
- থানায় অফিসার ইনচার্জ উক্ত অধর্তব্য অভিযোগটি থানার একজন এসআই বা এএসআই এর উপর তদন্তের জন্য হাওলা করবেন।
- তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর আদালতে অভিযোগটি তদন্তের অনুমতির জন্য আবেদন েকরবেন। [পুলিশ আইনের -২৪ ধারা। ]
- বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পুলিশের আবেদন পেয়ে বাদিকে নিদিষ্ট তারিখে আদালেতে ্িুপসিথত হওয়ার জন্য সমন দিবেন। [ফৌঃকাঃ আইনের-৬৮ ধারা পিআরবি-৪৭১ বিধি মোতাবেক।]
- আদালডতের আদেশ প্রাপ্ত হয়ে তদন্তকারী কর্মকর্তা গটনারস্থলে পরিদর্শন করবেন। কিন্তু অধর্তব্য অপরাধের কোনো ব্যক্তিকে গ্রেফতার করবেন না। [পিআরবি-২৫৮]
- প্রয়োজনে ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুত করতে হবে। [পিআরবি-২৭৩ বিধি]
- ক্রাইম সিনে বা ঘটনাস্থলে কোনো আলামত পাওয়া গেলে তা জব্দ করে হেফাজতে নিবেন। [পিআরবি-২৮০]
- প্রতক্ষ্যদর্শী সাক্ষী ও নির্ভরযোগ্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দি ফৌজদারী কার্যবিধি আইনের ১৬১ ধারা মতে রের্কড করতে হবে।
- তদন্তের ফলাফল ওসি সাহেবকে জানাতে হবে। [ফৌঃকাঃ আইনের ১৬৮ ধারা]
- তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ধারাঢ নন এফআইআর প্রসিকিউটর বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে [ফৌঃকাঃ আইনের ১৭৩ ধারা পিআবি-২৫৪ বিধি]
- তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। [পুলিশ আইনের ২৪ ধারা, পিআরবি-২১৩]
- সাধারণ ডায়েরীতে প্রতিবেদন দাখিলের বিষয়টি অর্ন্তভুক্ত করতে হবে। [পিআরবি-৩৭৭]
No comments