আমলযোগ্য অপরাধ বলতে কি বুঝেন ? আমলযোগ্য অপরাধ তদন্তে প্রক্রিয়া আলোচনা কর।



আমলযোগ্য অপরাধ  ঃযে অপরাধের জন্য ফৌজদারী কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোনো আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে। ফেীঃকাঃ আইনের ৪(চ) ধারা। 

আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া মামলা রুজু থেকে নিষ্পত্তি পযর্ন্ত তদন্ত স্তরসমূহ

  • এফ আই আর  (FIR) CRPC ১৫৪ ধারা পি.আর.বি-২৪৩ বিধি।
  • তদন্তভার অর্পণ ও গ্রহণ  ১৫৬ CRPC। পি.আর.বি-২৫৮ বিধি।
  • FIR পর্যালোচনা ও এর কপি প্রেরণ। CRPC ১৫৪ । পি.আর.বি-২৪৬ বিধি।
  • তদন্ত ১৫৬ CRPC। পি.আর.বি-২৫৫(ক), ২৫৬,২৫৮,২৫৯ বিধি।
  • ঘটনাস্থল পরিদশ্যন  CRPC ১৫৬  পি.আর.বি-২৫৮ বিধি।
  • খসড়া মানচিত্র ও সূচিপত্র প্রস্তুত করা। পি.আর.বি-২৭৩ বিধি।
  • ক্রাইমসিন সংরক্ষণ করা, দৃশ্যাবীৈ ছবি তোলা। পি.আর.বি-৬৩৫ বিধি।
  • ক্রাইম সিন থেকে আলামত জব্দ করে হেফাজতে নেয়া। CRPC ১০৩(২), পি.আর.বি-২৮০ বিধি।
  • তদন্তেপ্রাপ্ত আলামত ম্যাজিস্ট্রেটর আদেশনাম ও ক্ষমতাপত্র নিয়ে পরীক্ষগারে প্রেরণ ও ধ্বংস বা নিষ্পত্তির ব্যবস্থা করা। পি.আর.বি-২৯৭ বিধি।
  • সোর্স নিয়োগ করা পিআরবি ২৯৩, সাক্ষ্য আইনের ১২৫ ধারা।
  • প্রত্যক্ষদশীদের সাক্ষ্য গ্রহণ করা। ফৌঃকাঃ আইনের ১৬১ ধারা, পিআরবি ২৬৫ বিধি।
  • আসামি গ্রেফতার করা ও কোর্টে সোপর্দ করা। ফৌঃকাঃ আইনের ৪৬ (১)(২)(৩)/৪৭/৪৮/৪৯।
  • তল্লাশি করা। ফৌঃকাঃ আইনের ৫১,৫২,১০২,১০৩,১৫৬,১৬৬, পিআরবি ২৮০, মাদকদ্রব্য আইনের ৩৬ ধারা।
  • কেস ডায়েরি লেখা। ফৌঃকাঃ আইনের ১৭২ ধারা। পিআরবি ২৬৩,২৬৪ বিধি।
  • মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করা। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা, পিআরবি ২৬৬ বিধি মোতাবেক।
  • আসামির নাম ঠিকানা ও স্বভাব চরিত্র পিনিসপিআর যাচাই করার জন্য অনুসন্ধান স্লিপ প্রেরণ করা।  পিআরবি ৩৮৯ বিধি।
  • ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ব্যবস্থা করা । পিআরবি ৩১২।
  • মোবাইল ফোনের সিডিআর সংগ্রহ করে আসামি শনাক্ত করা।

No comments

Powered by Blogger.