গ্রেফতারী ওয়ারেন্ট


গ্রেফতারী ওয়ারেন্ট ঃ কোনো ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ব্যক্তির নাম ঠিকানা সহ মামলার নম্বার ও অপরাধের ধারা ও তামিলকারী অফিসারের নাম পদবী উল্লেখ করে নির্ধারিত ফরমের এক কপিতে বিচারক কর্তৃক সিলমোহর যুক্ত আদেশ নামাকে গ্রেফতারী ওয়ারেন্ট বা পরোয়ানা বলে।

ফৌঃকাঃ আইনের-৭৫ ও পি,আর,বি-৪৬৮ বিধি মোতাবেক।

No comments

Powered by Blogger.