প্ররোচনা ও ষড়যন্ত্র।
উত্তরঃ প্ররোচনাঃ অপরাধ কার্য
সম্পাদনে সহায়তা করবার জন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত করে উক্ত
প্ররোচনায় ফলে অপরাধ সংঘটিত হয় বা ইচ্ছাকৃতভাবে অপরাধ কার্যের সহায়তা করে তাকে
প্ররোচনা বলে। দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কার্যটি সম্পাদিত হলে যে অপরাধ
সংঘটিত হয়েছে সে অপরাধের শাস্তির ধারায় অপরাধী শাস্তি হবে।
ষড়যন্ত্রঃ পেনাল কোড-এর-১২০ক ক্রিমিনাল
কন্সপেরেসি ষড়যন্ত্র বলতে কারো বিরুদ্ধে গোপন চক্রান্ত করাকে বুঝায়।
- অবৈধ নয় এমন কোনো কার্য, অবৈধ উপায়ে সম্পাদন করাতে সম্মত হলে অনুরুপ চক্তি অপরোধতমূলক ষড়ডন্ত্র বলে অভিহিত হবে।
No comments