ফৌজধারী কার্য়বিধির #এমসিকিউ প্রশ্নপত্র ও উত্তর
অধ্যায়ঃ ফৌজধারী কার্য়বিধির।
১।পরোয়ানামূলক
অথবা পরোয়ানা ব্যতিত গ্রেফতারকৃত ব্যাক্তির দেহ তল্লাশী কে করতে পারেন?
ক) কনস্টেবল
খ) এএসআই গ) এসআই ও ইন্সপেক্টর
উত্তর=ক,খ
ও গ।
২।কোন মুক্তি
প্রায় কয়েদী নিম্মের কোন ধারার অপরাধ কররে তাকে বিনা পরোয়ানা গ্রেফতার করা যাবে ?
ক)ফৌ:কা:
৫৬১ ধারা খ) ফৌ:কা: ৫৬৫(৩) ধারা গ) ফৌ:কা:
১২৪(৬) ধারা ঘ) ফৌ:কা: ৪০১(৩) ধারা
উত্তর=খ)
ফৌ:কা: ৫৬৫(৩)ধারা ।
৩। সমন
কে জারী করতে পারে ?
ক)পুলিশ
অফিসার খ) সমন প্রদানকারী আদালতের অফিসার গ) অন্য সরকারী কর্মচারী
উত্তর=ক,খ
ও গ
৪। গ্রেফতারী
পরোয়ানা কতদিন পযন্ত বলবৎ থাকে।
ক)০১ বছর
খ)০২ বছর গ) মামলা নিষ্পত্তি না হওয়ার পযন্ত।
উত্তর=
কোনটিই না
৫। বাংলাদেশের
বাইরে পারোয়ানার কার্যকর করা যায় কোন আইনের কতক ধারা ?
ক)ফৌ:কা:
৮২ ধারা খ)ফৌ:কা: ৮৩ ধারা গ)ফৌ:কা: ৯৩-খ ধারায়
উত্তর=গ)ফৌ:কা:
৯৩-খ ধারায়
৬।Proclamation
বলতে কি বুঝায়?
ক)সমন জারী
খ) পরোয়ানা তামিল গ) পলাতক ব্যক্তির সম্পর্কের ঘোষণা ঘ) পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক
উত্তর=
গ) পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা
৭। অফিসার
ইন-চার্জ নিম্মোক্ত কোন ধারা অনুযায়ী সমন ইস্যু করতে পারে?
ক)ফৌ:কা:
৯৪ ধারা খ)ফৌ:কা: ৯৫ ধারা গ)ফৌ:কা: ৯৬ ধারা ঘ)ফৌ:কা: ৯৭ ধারা
উত্তর=ক)ফৌ:কা:
৯৪ ধারা।
৮।তল্লাশী
কালে সন্দেহজনক ব্যক্তির দেহ তল্লাশী করে প্রাপ্ত বস্তুর জব্দ তালিকা ফৌ:কা: আইনের
কোন ধারায প্রস্তুত করা হয়?
ক)ফৌ:কা:
১০২ ধারায় খ)ফৌ:কা: ১০৩(১) ধারায় গ)ফৌ:কা:
১০৩(৪) ধারায়।
উত্তর=ক,খ
ও গ।
৯। শান্তিরক্ষা
মুচলেকা কোন ধারায় বর্ণনা করা হয়েছে?
ক)ফৌ:কা:
১০৬ ধারায় খ)ফৌ:কা: ১০৭ ধারায়।
উত্তর=ক
ও খ।
১০। বেইনী
সমাবেশ ছত্রভঙ্গ হওয়া কে আদেশ দিতে পারে?
ক)ম্যাজিস্ট্রেট
খ)অফিসার ইন-চার্জ গ)সার্কেল এএসপি
উত্তর=ক,খ
ও গ।
১১। অনুসন্ধান
কে করতে পারে?
ক)অফিসার
ইন-চার্জ খ)পুলিশ সুপার গ)ম্যাজিস্ট্রেট ঘ)কোনটিই সঠিক না
উত্তর=গ)ম্যাজিস্ট্রেট
১২।
Non FIR মামলার তদন্তকাযক্রমের কার অনুমতি
সাপেক্ষে করতে হয়?
ক)পুলিশ
সুপারের খ)অফিসার ইন-চার্জ এর গ)ম্যাজিস্ট্রেট এর ঘ)সবকটি সঠিক
উত্তর=গ)ম্যাজিস্ট্রেট
এর
১৩। ফৌ:কা:
আইনের ১৬১ ধারা অনুযায়ী
ক)সাক্ষী
তলব করা হয় খ)সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় গ)সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা হয় ঘ) আসামীর
সাক্ষ্য গ্রহণ করা হয়
উত্তর=খ)সাক্ষীর
সাক্ষ্য গ্রহণ করা হয়।
No comments