অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য আলোচনা :
অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য আলোচনা :
অপরাধজক নরহত্যা
|
খুন
|
অপরাধজনক নরহত্যার সংঞ্জা: দ:বি: আইনের
২৯৯ ধারা।
|
খুনের সংঞ্জা
দ:
বি: আইনের ৩০০ ধারা।
|
যদি কোনো ব্যক্তি
মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে নিয়ে
কৃত কোনো কর্ম দ্বারা
মৃত্যু ঘটায় বা এমন দৈহিক
জখম করে যার ফলে মৃত্যু
ঘটাতে পারে বা মৃত্যুর
সম্ভাবনা রয়েছে জানা সত্বেও
কোনো কার্যের দ্বারা মৃত্যু
ঘটালে তাকে অপরাধজনক নরহত্যা
বলে।
|
যদি কোনো
ব্যক্তি মৃত্যু ঘটাবার উদ্দেশ্যে
নিয়ে কুত কোনো কার্র্
দ্বারা মৃত্যু ঘটায় কিংবা
এমন দৈহিক আঘাত বা আশু বিপদজনক
কিংবা এর ফলে নিশ্চিত
মৃত্যু ঘটবে জেনেও অনুরুপ
কার্য করে তাই খুন।
|
অপরাধজনক নরহত্যা খুন নয়।
|
সকল খুন অপরাধজনক
নর হত্যা।
|
এমন কোনো কৃতকর্ম
যার ফলে মৃত্যু ঘটতে
পারে।
|
এমন কোনো
কৃতকর্ম যার ফলে মৃত্যু
অর্নিবার্য।
|
অপরাধজনক প্রাণহানির শাস্তি
দন্ডবিধি আইনের ৩০৪ দ্বারা।
|
খুনের শান্তি
দন্ডবিধি আইনের ৩০২ ধারা।
|
এর শাস্তি যাবজ্জীবন
কারাদন্ড মেয়াদ ১০ বছর পযন্ত
সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড।
|
এর শাস্তি
মৃত্যু দন্ড বা যাবজ্জীবন
কারাদন্ড ও জরিমানা।
|
এর বিচার হয় দায়রা
আদালতে
| এর বিচার হয় দায়রা আদালতে |
No comments