ধর্তব্য অপরাধ ও অধর্তব্য অপরাধ পার্থক্য।


ধর্তব্য অপরাধ অধর্তব্য অপরাধ পার্থক্য

ধর্তব্য অপরাধ অধর্তব্য অপরাধ পার্থক্য
ধর্তব্য অপরাধ
অধর্তব্য অপরাধ
                   ধর্তব্য অপরাধ ফৌ: কা: আইনের ৪() পিআরবি-২৪৩ বিধি
অধর্তব্য অপরাধ ফৌ: কা: আইনের ৪() পিআরবি-২৫৪ বিধি
                    যে অপরাধের জন্য ফৌ:কা: আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোনো আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানা গ্রেফতার করতে পারে তাকে ধর্তব্য অপরাধ বলে
যে অপরাধের জন্য ফৌ:কা: আইনের দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য কোনো আইন অনুসারে পুলিশ বিনা পরোয়ানা গ্রেফতার করতে পারে না তাকে ধর্তব্য অপরাধ বলে
                     ধতর্ব্য অপরাধের সংবাদ মৌখিক বা লিখিতভাবে থানায় পৌছঁলে মামলা রুজু হয়
এই অপরাধের জন্য মামলা রুজু হয় না, শুধু জিডি এন্ট্রি হয়
                   অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেট এর আদেশ ছাড়াই এই অপাধের তদন্ত করতে পারেন বা অন্য কোনো অঠিসার দ্বারা তদন্ত করাতে পারে
ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতিরেকে পুলিশ অফিসার এই মামলা তদন্ত করতে পারে না
                   এই অপরাধের তদন্ত শেষে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে কোর্টে অভিযোগ পত্র এবং অভিযোগ প্রমাণিত না হলে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয় ফৌ: কা: আইনের ১৭৩ ধারা পিআরবি-২৭২ বিধি মোতাবেক
এই অপরাধের তদন্ত শেষে অভিযোগ সত্য হলে বা নন এফ আই আর প্রসিকিউশন কোর্টে দাখিল করা হয় ফৌ: কা: আইনের ১৫৭ ধারা পিআরবি-২৫৪ বিধি মোতাবেক
                   এই অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানা গ্রেফতার করা যায়
এই অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানা গ্রেফতার করা যায় না

1 comment:

  1. খুব উপকারের আসবে বলে আমি মনে করি।

    ReplyDelete

Powered by Blogger.