ধর্তব্য অপরাধ ও অধর্তব্য অপরাধ পার্থক্য।
ধর্তব্য অপরাধ ও অধর্তব্য অপরাধ পার্থক্য।
ধর্তব্য অপরাধ
|
অধর্তব্য অপরাধ
|
ধর্তব্য অপরাধ ফৌ: কা: আইনের
৪(চ) পিআরবি-২৪৩ বিধি
|
অধর্তব্য অপরাধ ফৌ: কা: আইনের ৪(ঢ) পিআরবি-২৫৪ বিধি
|
যে অপরাধের জন্য
ফৌ:কা: আইনের দ্বিতীয় তফসিল অনুসারে
বা অন্য কোনো আইন অনুসারে
পুলিশ বিনা পরোয়ানা গ্রেফতার
করতে পারে তাকে ধর্তব্য
অপরাধ বলে।
|
যে অপরাধের জন্য ফৌ:কা: আইনের
দ্বিতীয় তফসিল অনুসারে বা অন্য
কোনো আইন অনুসারে পুলিশ
বিনা পরোয়ানা গ্রেফতার করতে
পারে না তাকে ধর্তব্য
অপরাধ বলে।
|
ধতর্ব্য অপরাধের সংবাদ
মৌখিক বা লিখিতভাবে থানায়
পৌছঁলে মামলা রুজু হয়।
|
এই অপরাধের জন্য মামলা
রুজু হয় না, শুধু জিডি
এন্ট্রি হয়।
|
অফিসার ইনচার্জ ম্যাজিস্ট্রেট এর আদেশ ছাড়াই এই অপাধের
তদন্ত করতে পারেন বা অন্য
কোনো অঠিসার দ্বারা তদন্ত
করাতে পারে।
|
ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতিরেকে পুলিশ
অফিসার এই মামলা তদন্ত
করতে পারে না।
|
এই অপরাধের তদন্ত
শেষে কারো বিরুদ্ধে অপরাধ
প্রমাণিত হলে কোর্টে অভিযোগ
পত্র এবং অভিযোগ প্রমাণিত
না হলে চূড়ান্ত রিপোর্ট
দাখিল করা হয়। ফৌ: কা: আইনের
১৭৩ ধারা
ও পিআরবি-২৭২ বিধি মোতাবেক
|
এই অপরাধের তদন্ত শেষে
অভিযোগ সত্য হলে বা নন এফ আই আর প্রসিকিউশন
কোর্টে দাখিল করা হয়। ফৌ: কা: আইনের
১৫৭ ধারা
ও পিআরবি-২৫৪ বিধি মোতাবেক
|
এই অপরাধের ক্ষেত্রে
বিনা পরোয়ানা গ্রেফতার করা যায়।
|
এই অপরাধের ক্ষেত্রে বিনা
পরোয়ানা গ্রেফতার করা যায় না।
|
খুব উপকারের আসবে বলে আমি মনে করি।
ReplyDelete