বেআইনী সমাবেশ বলতে কি বুঝ? বেআইনী জনতার উপর গুলি বর্ষনে আগে ও পরে সশস্ত্র পুলিশের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং সশস্ত্র দলনেতার দায়িত্ব ও কর্তব্য কী বর্ণনা কর।




বেআইনী সমাবেশ
উত্তরঃ বেআইনী সমাবেশঃ পাচঁ বা ততোধিক ব্যক্তি একত্রে সমবেত হয়ে একই উদ্দেম্য সিদ্ধিকল্পে অপরাধজনক বলপ্রয়োগ কিংবা ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে সরকার বা সরকারি কর্মচারিগনকে আইনসঙ্গত কায করতে বিরত রাখে বা রাখার চেষ্টা করে কিংবা কোনো ব্যক্তিকে তার ন্যায়সঙ্গত কাজ হতে বিরত রাখে বা রাখার চেষ্টার করে বা চলাচল প্রতিবদ্ধকতা সৃষ্টি করাকেই বে-আইনী সমাবেশ বলে
বেআইনী সমাবেশ-দন্ডবিধি আইনের ১৪১ ধারা
বেআইনী সমাবেশের শাস্তি-১৪৩ ধারা

সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্বঃ
1.  পিআরবি-১৫১(১)বিধিঃ পুলিশ দলের নায়ক কর্তৃক পুলিশদের কর্তব্যে নিয়োজিত করবার কার্যের তিনি কোনো হস্তক্ষেপ করবেন না।
2.  পিআরবি-১৫১(২)বিধিঃ কখন বলপ্রয়োগ করতে হবে এবং কখন গুলি বর্ষণ করতে হবে সে ব্যাপারের তিনি দায়ি থাকবেন।
3.  পিআরবি-১৫১(৩)বিধিঃ প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি পুলিশ দলের দলনায়ককে বলপ্রয়োগ করতে বা গুলি করতে গুলি চালাতে নির্দেশ দিবেন। কিন্তু উক্ত নির্দেশ পালনের ব্যাপারের পুলিশ অফিসারের কার্যে তিনি আর হস্তক্ষেপ করবেন না।
4.  পিআরবি-১৫১(৪)বিধিঃ প্রভিধান ১৫৩-গ(২) দ্বারা নির্ধারিত পন্থায় তিনি সতর্কবাণী প্রধান করিবেন।
5.  পিআরবি-১৫১(২)বিধিঃপ্রভিধান ১৫৫(ঘ)-এর অধীনে গুলি চালনা বন্ধ করার জন্য পুলিশের দল নায়ককে নির্দেশ দানের ক্ষমতা তার থাকবে।
6.  পিআরবি-১৫১(6)বিধিঃ আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হলে তিনি প্রভিধান ১৫৬(গ) –এর অধীনে রির্পোট পেশ করবেন।
অবৈধ জনতা ছত্রভঙ্গ করার পূর্বের কর্তব্যরত পুলিশ ইনচার্জের দায়িত্ব পিআরবি-১৫২ বিধি মোতাবেকঃ
  1. 1 পুলিশ দলপতি তাদেরকে এমনভাবে শ্রেণব্দি করবেন যাতে অবস্থা অনুসারে গুলি চালনা করা হলে সমস্ত ক্ষেত্রটির উপর তার নিয়ন্ত্রণ বজায় থাকে।
  2.  তিনি পুলিশ দলকে জনতার কাছাকাছি নিয়ে যাবেন না।  যাতে জনতা আকষ্মিক হামলা কবলে পড়ে নাজেহাল হওয়ার আশঙ্কা থাকে।
  3. ইট পাথরের আঘাত থেকে রক্ষার জনস্য প্রয়োজনেস পুলিশদেরকে ছড়ায়ে দিবেন।
  4. আক্রমণ আসতে পারে এমন জনতার প্রতি লক্ষ্য রাখতে হবে। বেয়ডনেট সংযুক্ত করা নির্দেশ দিবেন।
  5.   দলপতি সকল পুলিশ সদস্যদের গুলি ভর্তি করার নির্দেশ দিবেন।
  6. দলের দুই দিক থেকে আক্রান্ত হবার আশঙ্কা থাকলে তিনি ফোর্সদেরকে এমনভাবে বিভক্ত করবেন যাতে কোনো্ দলের যাতে ১০ জনের বেশি না থাকে। এবং প্রত্যেক দলের একজন করে অফির্সাস থাকবে।



No comments

Powered by Blogger.